ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিশ্বম্ভপুরে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
বিশ্বম্ভপুরে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ১ ফাইল ফটো

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার চালবন্দ গ্রামে মোটরসাইকেল খাদে পড়ে সুহেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
  
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুহেল তাহিরপুর উপজেলার বাধাঘাট গ্রামের বাসিন্দা।  

জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জ সদরে যাচ্ছিলেন সুহেলসহ দু’জন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে সুহেল ও তার সঙ্গী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুহেলকে মৃত ঘোষণা করেন।  

বিশ্বম্ভপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদুল আরেফিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ