ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাঠে কাজে গিয়ে হিটস্ট্রোকে আমিনুল ইসলাম(৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার(৩০ জুলাই) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, অন্যের জমিতে দিনমজুরি দিয়ে চলে আমিনুলের সংসার।  শনিবার প্রতিবেশী একজনের ক্ষেতে আমন ধানের চারা লাগানোর কাজ করছিলেন আমিনুল ইসলাম। দুপুরের তপ্তরোদে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আমিনুলকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.বৃষ্টি জানান, হাসপাতালে আসার আগেই আমিনুলের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।