ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাংনীতে ২ হাতবোমা ও চিরকুট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
গাংনীতে ২ হাতবোমা ও চিরকুট উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের প্রবাস ফেরত আনিছুরের বাড়ির পাশের দোকানের সামনে থেকে দু’টি হাতবোমা ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

চিরকুটে লেখা, ‘এই শোন আনেচ তুই না জেনি, না বুইঝি আমাদের নাম দিচ্ছিস, তোর বংশো নিরবংশো করি দিবো।

যদি আমাদের কোনো হ্মতি হয়। পারলে তুই ঠেকিয়ে নিস। আর যদি বাঁচতে চাস তাহলে ভালো হয়ে যাহ। ’ 

আনিছুরের বাড়ির পাশের দোকানের সামনে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চিরকুট ও লাল স্কচটেপে মোড়ানো দু’টি হাতবোমা উদ্ধার করা হয়। পরে বোমা দু’টি পানি ভর্তি বালতিতে করে নিয়ে যায় পুলিশ।

আনিছুর বলেন, সম্প্রতি গোয়াল ঘর থেকে আমার ভাই তখলেছুরের তিনটি গরু চুরি হয়। এর মধ্যে একটি বড় গাভি ছিল। গরু তিনটি নিয়ে যাওয়ার সময় অবশ্য দু’টি গরু পালিয়ে বাড়ি চলে আসে। বিষয়টি পুলিশকে জানানোর পাশাপাশি বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বোমা ও চিরকুট রেখেছে দুর্বৃত্তরা।  

গাংনী পৌরসভার স্থানীয় কাউন্সিলর সামিউল ইসলাম বলেন, ভয় দেখাতে বোমা ও চিরকুট রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।