ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুটি সহজ নয়, সমাধানে সময় লাগবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
রোহিঙ্গা ইস্যুটি সহজ নয়, সমাধানে সময় লাগবে

চাঁদপুর: রোহিঙ্গা ইস্যুটি সহজ নয়, তাড়াতাড়ি সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তিনি চাঁদপুর পৌরসভা ভবনের সামনে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আজ (২৫ আগস্ট) রোহিঙ্গা ট্র্যাজেডির পঞ্চম বর্ষপূর্তি।

রোহিঙ্গারা অনেক ভাগ্যবান, তারা এ দেশের সরকারের কাছ থেকে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছে। রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট  সমাধান খুব সহজ নয়। বিষয়টি তাড়াতাড়ি সমাধান হবে না। এ জন্য আমাদের সঙ্গে অন্যান্য দেশের হস্তক্ষেপ প্রয়োজন। রোহিঙ্গারা যদি চায়, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে দিতে চাই। আমরা যখনই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব, তখনই তাদের দেশে ফেরত পাঠানো হবে। তারা এ দেশেই থাকতে চাইলে স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পে অবশ্যই তাদের স্বাভাবিক জীবনমান, রোহিঙ্গা শিশুদের লেখাপড়া ও সার্বিক বিষয় নিশ্চিত করা প্রয়োজন।  

চাঁদপুরে ‘শহরে দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামোর একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রকল্প এলাকা পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

তিনি এ প্রকল্প প্রসঙ্গে বলেন, আমাদের প্রকল্প টিমের সঙ্গে চাঁদপুরের একটি চমৎকার বন্ধন পেয়েছি। যদিও এ শহরের দরিদ্র সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের কারণে খারাপভাবে প্রভাবিত হয়েছে। আমি প্রকল্পের সাহায্যে কমিউনিটির নেতৃত্বাধীন উন্নয়ন প্রক্রিয়ার শক্তি দেখে খুবই মুগ্ধ। শহরে দরিদ্র সম্প্রদায়ের স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য নারী এবং মেয়েদের ক্ষমতায়ন দেখে খুবই ভালো লেগেছে। স্থানীয়ভাবে নেতৃত্বের এটি অনেক বড় উদাহরণ। এ প্রকল্পে ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাজ্য সরকার গর্বিত।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, এলজিইডির যুগ্ম সচিব মো. মাসুম পাটোয়ারী, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

ভ্যান নগুয়েন তার বক্তব্যে বলেন, আমরা এখানে যে শহরের দরিদ্র সম্প্রদায়ের সঙ্গে দেখা করেছি, তারা বেশিরভাগই দেশের বিভিন্ন অংশ থেকে জলবায়ু বাস্তুচ্যুত ছিল এবং দুর্ভাগ্যবশত, দরিদ্র শহর এলাকায় বসবাস করার সময় জলবায়ু সংকটের প্রভাবের শিকার হতে থাকে। ক্রমবর্ধমান সংখ্যা দরিদ্র শহরের সম্প্রদায়ের মৌলিক পরিসেবার ব্যবহার ছাড়াই বাংলাদেশে উদ্বেগের বিষয়। আমরা এ প্রকল্পের মাধ্যমে বহুমুখী পদ্ধতিতে তাদের দুর্বলতা কমাতে কাজ করতে পেরে আনন্দিত। সামগ্রিকভাবে, টেকসই নগরায়ন প্রচেষ্টা নিশ্চিত করা ইউএনডিপির দৃঢ় লক্ষ্য ও উদ্দেশ্য। প্রকল্পের কয়েকটি পরীক্ষামূলক মডেল সফল হয়েছে।  

‘এলআইইউপিসি’ প্রকল্পটি বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তরাজ্য সরকার এবং ইউএনডিপি দ্বারা যৌথভাবে বাস্তবায়িত হয় এবং দেশব্যাপী ১৯টি শহর ও শহর জুড়ে এর কার্যক্রম রয়েছে। এটি একটি শহরে প্রেক্ষাপটে বিশ্বব্যাপী ইউকে সরকার এবং ইউএনডিপির মধ্যে সবচেয়ে বড় অংশীদারিত্বের একটি পণ্য হিসেবে বিবেচিত হয়।

দুই দিনের সফর ও প্রেস ব্রিফিং শেষে বিট্রিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন এবং তার সফর সঙ্গীরা ঢাকার উদ্দশে চাঁদপুর ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।