ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ‘সন্ত্রাসী’ কিলার বাবুসহ আটক ৫, অস্ত্র উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
খুলনায় ‘সন্ত্রাসী’ কিলার বাবুসহ আটক ৫, অস্ত্র উদ্ধার

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে ‘সন্ত্রাসী’ সাইফুল ইসলাম সরদার বাবু ওরফে কিলার বাবুসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি হাতুড়ি, ১টি কুড়াল ও ১টি দা উদ্ধার করা হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে তাদের আটক করা হয়।  

আটক অন্যরা হলেন- আকরাম আলী খান (৪২), আশিকুর রহমান (৩৩), আতাউর রহমান খা (৩২) ও মুরছালিন কাজী (৪৪)। তাদের সবার বাড়ি ডুমুরিয়া উপজেলায়।

সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।