ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
সিদ্ধিরগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে আদমজী পুরানো থানা সংলগ্নের ডিএনডি খালের ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মো. মাসুদের ছেলে মোহন (১৮), একই এলাকার বাবুলের ছেলে আরমান (১৯), গাজীপুর জেলার বুলবুল মিয়ার ছেলে নেয়ামুল হাসান (১৮)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা, একটি চাপাতি, ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা বিভিন্ন সময় পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করে আসছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গ্রেফতার আসামিরা পেশাদার ছিনতাইকারী। এরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। তাদের সবার বিরুদ্ধে থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।