ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইটনায় নৌকা ডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
ইটনায় নৌকা ডুবে জেলের মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মালেক মিয়া (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার আড়ালিয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালেক ওই উপজেলার সদর ইউনিয়নের বেতাগা গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে একটি ডিঙ্গি নৌকা নিয়ে মালেকসহ তিনজন জেলে আড়ালিয়া হাওরে মাছ ধরছিলেন। রাত ৯টার দিকে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। সে সময় দুইজন সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও মালেক ডুবে নিখোঁজ হন। ঝড় থামার পর অন্য জেলেরা হাওরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মালেকের মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।