ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

ঢাকা: মলদোভায় বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা বাংলাদেশি শ্রমিক নিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।   

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি এ তথ্য জানান।

ড. মোমেন আরও জানান, প্রথম ব্যাচে ২৮ জন বাংলাদেশিকে মলদোভিয়ার ভিসা দেওয়া হয়। তারা অ্যালুমিনিয়ামের জানালা তৈরির কারখানায় কাজ করবে। আরও ৪০ জন ভিসা পাইপলাইনে আছে। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল মলদোভা।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।