ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দেশে-বিদেশে ভূমিকা রাখছে বাংলাদেশ’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দেশে-বিদেশে ভূমিকা রাখছে বাংলাদেশ’ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ঢাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, রোহিঙ্গা সঙ্কটের কারণে শুধু পরিবেশ ও ভূমির ক্ষতিই হচ্ছে না, উন্নয়নের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।  

মঙ্গলবার ( ৪ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্লাইমেট ডিপ্লোম্যাসি: কন্সট্রেন্টস অ্যান্ড চয়েজেস ফর বাংলাদেশ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।

সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট এর পরিচালক অধ্যাপক সালিমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিশ্বের নানা ফোরামেও বাংলাদেশের ভূমিকা উল্লেখযোগ্য। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবেও বিশেষ দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আশ্রয়ণ প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি, ভবিষ্যতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করা, বৃক্ষ রোপণ কর্মসূচি, ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়েছে।

অধ্যাপক সালিমুল হক বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে প্রতিদিনই বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিনই বিশ্বের কোনো না কোনো অঞ্চলের প্রভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশও ঝুঁকির মুখে রয়েছে। জলবায়ুর প্রভাবে কি সঙ্কট হয়ে থাকে এখন সে ব্যাখার আর প্রয়োজন নেই। কেননা আমরা বিশ বছর আগে সেই ব্যাখ্যা দিয়েছি। এখন এ সঙ্কট মোকাবিলায় উদ্যোগ নেয়াটাই জরুরি।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এম এ সাদী। সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।