ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় এক গৃহবধূকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি পেশায় বিউটিশিয়ান।
বুধবার (১২ অক্টোবর) ধানমন্ডি থানার পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে ধানমন্ডি ২৮ নম্বরের একটি বাসায় এ ঘটনাটি ঘটেছে। বুধবার দুপুরের দিকে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে (ঢামেক) ভিকটিমের স্বামীর এক বন্ধু জানান, ওই গৃহবধূ ও তার স্বামী হাজারীবাগ এলাকায় থাকেন। স্বামী অনলাইনে জুতার ব্যবসা ও স্ত্রী অনলাইনে বিউটি পার্লারের ব্যবসা করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার এক নারী ভিকটিমকে ফোন দিয়ে ধানমন্ডি ২৮ নম্বর যেতে বলে। সেই কল পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম ধানমন্ডি যান। সেখানে একটি ছেলে তাকে রিসিভ করে বাসার ২য় তলায় নিয়ে যায়। বাসায় এক নারীসহ তিন পুরুষ ছিল। তারা ভিকটিমকে মারধর করে। পরে তিনজন মিলে ধর্ষণ করে।
আশিকুর বলেন, এরপর তারা ভিকটিমকে পালিয়ে যেতে বলে। না গেলে মেরে ফেলার হুমকি দেয়। পরে ভিকটিম ওই বাসা থেকে বেরিয়ে একটি রাইড শেয়ারে করে গাবতলী যায়। সেখান পৌঁছে স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। স্বামী তখন সাভারে এক বন্ধুর বাসায় ছিলেন এবং সেখানে যেতে বলেন। সাভারের বাসায় গিয়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে তাকে চিকিৎসার জন্য প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেকে আনা হয়। বিষয়টি ধানমন্ডি থানায়জানানো হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মনছুর আহমেদ জানান, এমন একটি ঘটনা শুনেছি। হাসপাতালে ভুক্তভুগী ও তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থলের ঠিকানা ঠিকমত বলতে পারছে না। থানায় মামলা হলে ভিকটিমকে নিয়ে ঘটনাস্থলে যেতে হবে। পরে ঘটনার বিস্তারিত জানা যাবে। মেয়েটি বর্তমানে ঢামেক হাসপাতালে ভর্তি আছে।
ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, এরকম একটি স্টেটমেন্ট পেয়েছি। ঘটনাস্থল শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মেয়েটি বিউটিশিয়ান। তাকে অনলাইনের মাধ্যমে আরেকটি মেয়ে ডেকে ধানমন্ডি এলাকায় নিয়ে। সেখানে তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সব কিছুর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এজেডএস/এমএমজেড