ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় পাওয়া লাশটি আ. লীগ নেতা দুরন্ত বিপ্লবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
বুড়িগঙ্গায় পাওয়া লাশটি আ. লীগ নেতা দুরন্ত বিপ্লবের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় শনিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ–কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক দুরন্ত বিপ্লবের বলে জানিয়েছে পুলিশ। বিপ্লব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

রোববার (১৩ নভেম্বর) মৃতের বোন শ্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন।  

দুরন্ত বিপ্লব মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিলেন।

নারায়ণগঞ্জের পাগলা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. শাজাহান আলী পরিবারের বরাত দিয়ে জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হন বিপ্লব।  রোববার মরদেহ দেখে তার বোন শ্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাও এলাকা থেকে নিহত দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করে পাগলা নৌ-পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।