ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের বিভক্ত র‌্যালি-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের বিভক্ত র‌্যালি-সমাবেশ

ময়মনসিংহ: ময়মনসিংহে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভক্ত হয়ে র‌্যালি ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে খোদ সংগঠনের ভেতরে বাইরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় এলাকায় পৃথকভাবে এ র‌্যালি ও সমাবেশ করা হয়।

জানা যায়, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক আবু দাঈদ রায়হানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিশাল সমাবেশ করে ছাত্রদল।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।  

আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রতন আকন্দ, শামীম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক টুটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রিপন তালুকদার, দক্ষিণ জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহানসহ অনেকে।

এর কয়েক মিনিট পরই একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম একই স্থানে নামকাওয়াস্থে সমাবেশ করেন।

এর আগে দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে র‌্যালি করেছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালি করেছে উত্তর জেলা ছাত্রদল। এসময় নেতাকর্মীরা র‌্যালি করে নতুন বাজার মোড় ঘুরে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন।

এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম আনায়েত উল্লাহ কালাম।  

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট নূরুল হক, শামীম আজাদ, ইয়াসের খান চৌধুরী, উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামছু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।