ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন কেবল একটি আইওয়াশ: সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন কেবল একটি আইওয়াশ: সাকি

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন কেবল একটি আইওয়াশ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।  

তিনি বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেনি, কেবল নাম বদলেছেন।

এসব করা হয়েছে বিদেশিদের চাপে। এটি একটি আইওয়াশ। অথচ আমরা পুরো আইনের বাতিল চেয়েছিলাম।

মঙ্গলবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরন-গণঅভ্যুথানের পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাকি এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চ এ আলোচনা সভার আয়োজন করে।  

সাকি বলেন, একটি ভোট মানে শুধুমাত্র ভোটাধিকার নয়। এর মাধ্যমে জনগণ তাদের সার্বভৌমের শক্তিটা প্রয়োগ করেন। প্রতিনিধিত্বের ব্যবস্থা যদি না থাকে, তাহলে শাসন জারি থাকবে না, স্বৈরাচারিতা তৈরি হবে। গণতান্ত্রিক ব্যবস্থা চাইলে ভোটাধিকার থাকতে হবে।  

তিনি বলেন, এখন ভোটাধিকার মানে হচ্ছে ভোটের গ্যারান্টি। সেটা কী বর্তমান সরকার দিচ্ছে? উত্তর হচ্ছে না। জনগণের সার্বভৌমত্বকে নস্যাৎ করা হয়েছে। তার প্রমাণ কিন্তু ১৯৭২ এর পর থেকেই শুরু হয়েছে।

সাকি বলেন, ৭২ থেকে ৭৫ সাল অবধি ফ্যাসিস্টের সমালোচনা চলবে না, সেটা হবে না। কথা বলতেই হবে। গোড়ায় গলদ না ধরলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। ভোটাধিকার তাই জবাবদিহিতার সঙ্গে সম্পর্কিত। জবাবদিহিতা মানেই ক্ষমতার ভারসাম্য। ৩১ দফা এখন জাতীয় প্রস্তাবনায় রূপান্তরিত হয়েছে।  

তিনি বলেন, সরকার সবচেয়ে বড় যে কাজটা করেছে, সেটা হলো দেশের জনগোষ্ঠীকে বিভক্ত করেছে। জাতিবাদের নামে এমন একটি বিভাজন তৈরি করেছে, যা ভয়াবহ পরিণতি নিয়ে আসছে।

সাকি বলেন, মানুষ যখন নিজেদের ভেতর বিভক্ত হয়, তখন তারা সবচেয়ে দুর্বল থাকে। তারা তখন নিজেদের স্বাধীনতা হারায়। আজকের এ সংগ্রাম নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ৭২ সাল থেকে যে রাজনৈতিক ব্যবস্থা চলে আসছে তা ভেঙে দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।