ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির বক্তব্য সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
‘বিএনপির বক্তব্য সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে’

লালমনিরহাট: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন, বিএনপি ভোট প্রতিরোধ করার জন্য যে বক্তব্য দিচ্ছে, তা সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে, আগামীতেও থাকবে।

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী চায় দেশের মানুষ।

রোববার (১৩ আগস্ট) বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবেই হবে। বিএনপির বক্তব্যে আমরা ভীত নই। দেশের জনগণ উন্নয়নের জন্য আবারও আওয়ামী লীগকে ভোট দেবে।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি আগাম অগ্নিসন্ত্রাস করছে। দেশের উন্নয়ন কার্যক্রমকে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের রুখে দিতে হবে। দেশ পরিচালনায় ও শাসনে সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শান্তিতে আছে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যের মধ্যে বক্তব্য দেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।  

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াজেদ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলীম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।