ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলছড়ি-সাঘাটায় ট্রাক মার্কার পক্ষে গণজোয়ার শুরু হয়েছে: বুবলী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
ফুলছড়ি-সাঘাটায় ট্রাক মার্কার পক্ষে গণজোয়ার শুরু হয়েছে: বুবলী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী তার নির্বাচনীয় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।  

প্রতিদিনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি তার নির্বাচনীয় এলাকা সাঘাটার মুক্তিনগর ইউনিয়নের খলিল আমীনের বাড়ি থেকে উঠান বৈঠক শুরু করেন।

পরে তিনি দিনভর চকচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধনারুহা ইউনিয়ন পরিষদ মাঠ, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মধ্যপাড়া লতিফ মাস্টারের বাড়ি সংলগ্ন মাঠ, পুটিমারী কলেজ সংলগ্ন মাঠে উঠান বৈঠক করে সাধারণ ভোটারদের মাঝে ট্রাক মার্কার জন্য ভোট চান।

উঠান বৈঠকে এক বক্তব্যে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী বলেন, ফুলছড়ি-সাঘাটা আসনে ট্রাক মার্কার পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। কোনো অপশক্তি ট্রাক মার্কার বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি জানান, নির্বাচিত হতে পারলে ফুলছড়ি-সাঘাটা সংসদীয় আসনকে উন্নয়নের ধারায় রোল মডেলে পরিণত করতে চান।  

এছাড়া তিনি সাধারণ ভোটারদের নিশ্চিন্তে ভোটকেন্দ্র যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ