ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কালো পতাকা মিছিল শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
বিএনপির কালো পতাকা মিছিল শনিবার

ঢাকা: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এছাড়া, ১২ দলীয় জোটের উদ্যোগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টা ৩০ মিনিটে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিক থেকে, এলডিপি বেলা ১১টা বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল করবে।

অপরদিকে, এবি পার্টি বেলা ৩টা ৩০ মিনিটে বিজয় নগর দলীয় অফিস সংবাদ সম্মেলন করবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।