ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় বিএনপির উঠান বৈঠক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
নওগাঁয় বিএনপির উঠান বৈঠক 

নওগাঁ: জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধরে রাখতে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে উঠান বৈঠক হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে শেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠক হয়।

 

সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজ্জাকুল হায়দার বেলালের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।  

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সোহেল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, শেরপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাহাবুল হোসেন সাবুসহ ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত বিএনপির সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।