ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাসিনা পালিয়ে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছেন: মজিবুর রহমান মনজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
হাসিনা পালিয়ে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছেন: মজিবুর রহমান মনজু

ফেনী: প্রথমবারের মতো ফেনীতে প্রকাশ্যে গণ-সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মনজু।

এছাড়া বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ।  

মজিবুর রহমান মনজু বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। নাম শুনলেই ঘৃণা করছে। দেশের টাকা পাচারকারী চোরদের মানুষ প্রতিহত করেছে।  

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন। বাংলাদেশের মানুষ আর কাউকে লুটপাট করতে দেবে না। যারাই ক্ষমতায় আসতে চান সাবধান হয়ে যান।  

এবি পার্টির এ নেতা বলেন, ভারতের সঙ্গে আর কোনো গোপন চুক্তি হতে দেওয়া হবে না।  

তিনি দাবি তোলেন ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। তা ফেনীর শহীদদের নামে করতে হবে।  

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে। ওদের পাওয়া যাবে জাদুঘরে। দিল্লির দাসত্বের দিন শেষ। ফেনী নদীর পানির হিস্যা বুঝিয়ে দিতে হবে। বন্যায় ডুবিয়ে মারা চলবে না। ফেনীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করতে হবে।  

এবি পার্টি ফেনী জেলা কমিটির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মো. শাহ আলম বাদল, দলের ফেনী জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।