পঞ্চগড়: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে গত পাঁচদিনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ জন গ্রেপ্তার হলেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তাররা হলেন- পঞ্চগড় পৌর যুবলীগের সদস্য ও পঞ্চগড় সদরের রামের ডাংগা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে রবি (৪০), জেলার বোদা থানার মামলা ৩ নম্বর বেংহারী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও বোদা টেকরাপাড়া তেপুকুরিয়া গ্রামের খমিরউদ্দীনের ছেলে ইয়াছিন আলী (৪৩), বোদা থানার মামলায়, দোবীগঞ্জের ৫ নম্বর সুন্দরদিঘী ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক ও খারিজা গুয়াগ্রাম হাজরাডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আনিছুর রহমান (৩৯) দেবীগঞ্জ থানায় এফআইআরে ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের বারআউলিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি ও একই গ্রামের মৃত উজির আলীর ছেলে তসলিম উদ্দীন (৬০), আটোয়ারী থানায় এফআইআরে তেঁতুলিয়া ইউপির আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলায় রণচন্ডি গ্রামের মৃত আফসার আলীর ছেলে আকবর আলী (৪৫)।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চারদিনে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআরএস