খুলনা: গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে খুলনায় প্রতিবাদ সমাবেশ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে খুলনা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশ ও সংহতি র্যালির আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশ ও সংহতি র্যালি-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতনের প্রশ্নে মুসলিম বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ। মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীতে মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে, সেটা আরাকান থেকে ফিলিস্তিন পর্যন্ত সারা বিশ্ব বিস্তৃত উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, ওরা (ইসরায়েল) ফিলিস্তিন মুসলমানদের ওপর নির্যাতন করছে, এক এক করে সব মুসলমানদের ওপর নির্যাতন করবে, ধ্বংস করার চেষ্টা করবে। আজ যারা বিশ্বের মুসলিম মোড়ল আছে, তারা তাদের রাজত্ব টিকে রাখতে নেতৃত্বে আসছে না, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না তাদের প্রতি ধ্বংস নেমে আসবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক কিন্তু তার কোনো প্রতিকার আমরা দেখছি না। ফিলিস্তিনের জনগণ ১৯৪৮ সালের পর থেকে তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকারে পরিণত হয়েছে। বিশ্বের কিছু পরাশক্তির সমর্থনে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তা আজ নয় বহুদিন আগে থেকে। ফিলিস্তিনের রাফাহ ও গাজায় ইসরায়েল হামলা, গণহত্যা চালালেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ চোখে পড়েনি।
জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, ফকরুল আলমসহ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ, বেলাল হোসেন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সৈয়দা রেহেনা ঈসা, জুলফিকার আলী জুলু, তৈয়বুর রহমান, মোল্লা খাইরুল ইসলাম, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, শামীম কবির, কামরুজ্জামান টুকু, মুশফিকুর রহমান সজল, মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, ইবাদুল হক রুবায়েত, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, আতাউর রহমান রুনু, মিরাজুর রহমান মিরাজ, আখতারুজ্জামান সজীব তালুকদার, শফিকুল ইসলাম শফি, রবিউল ইসলাম রুবেল, নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, এম এম জলিল, শেখ আদনান ইসলাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাকির ইকবাল বাপ্পি, মতলেবুর রহমান মিতুল, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. তাজিম বিশ্বাস প্রমুখ।
সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে খুলনা মহানগর বিএনপি প্রতিবাদী র্যালি শুরু করে শিববাড়ি (জিয়াহল চত্বর), যশোর রোড, ফেরিঘাট, খানজাহান আলী রোড হয়ে রয়্যাল চত্বরে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমআরএম/আরবি