ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

বিবেকবান মানুষকে ফিলিস্তিনের জনগণের পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
বিবেকবান মানুষকে ফিলিস্তিনের জনগণের পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে সমাবেশে বক্তব্য দিচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

ঢাকা: বিশ্বের সমস্ত বিবেকবান মানুষকে ফিলিস্তিনের জনগণের পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে বলে জানিয়েছে গণসংহতি আন্দোলন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে গাজা ও রাফার মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ইসরায়েলের জায়নবাদী প্রকল্প এক ভয়ংকর ফ্যাসিবাদী প্রকল্প। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনের জনগণের ওপর যে নারকীয় হত্যাযজ্ঞ, নিপীড়ন, দখলদারিত্ব চালিয়ে আসছে তা মানব জাতির জন্য একটা কলঙ্ক। বিশ্বের সমস্ত বিবেকবান মানুষের আজ ঐক্য গড়ে তুলতে হবে ফিলিস্তিনি জনগণের পক্ষে।

তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি শুধু আমাদের বাংলাদেশের নন সারা দুনিয়ার শান্তিকামী মানুষের প্রতিনিধি হিসেবে বিশ্বের দরবারে এই নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পদক্ষেপ নিন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার হোন।

সমাবেশে আরও বক্তব্য দেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, তরিকুল সুজন, কেন্দ্রীয় সদস্য অঞ্জন দাস, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আলীফ দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাহবুব রতন, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিত চন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আলিমুল কবীর, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেকসহ গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।