ঢাকা, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার কেন্দ্রীয় বর্ধিত সভা ১৯ ও ২০ এপ্রিল 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
জাপার কেন্দ্রীয় বর্ধিত সভা ১৯ ও ২০ এপ্রিল 

ঢাকা: জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা ১৯ ও ২০ এপ্রিল (শনি এবং রোববার)  অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে অনুষ্ঠেয় এ বর্ধিত সভা শুরু হবে প্রতিদিন বেলা ১১টায়।

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ এপ্রিল শনিবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের নেতারা কেন্দ্রীয় বর্ধিত সভায় অংশ নেবেন।

অপরদিকে, ২০ এপ্রিল বর্ধিত সভায় অংশ নেবেন ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ