ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে তাদের প্রার্থীর পক্ষে শোডাউন করছেন।
শনিবার (১৯ জুলাই) সমাবেশস্থলে এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় আগত মিছিলে এ শোডাউনের চিত্র দেখা যায়।
গতকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এ সমাবেশে। এরই মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ। সমাবেশের বাইরে, মৎস্য ভবন, রমনা, দোয়েল চত্বর, টিএসসি, প্রেসক্লাব এলাকায়ও রয়েছে হাজার হাজার নেতাকর্মীদের ভিড়। নেতাকর্মীদের অবস্থানের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আগত মিছিলগুলোর সামনে বড় বড় ব্যানার, সবার হাতে প্লেকার্ড, দাঁড়িপাল্লা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জামায়েত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে স্লোগানে উজ্জীবিত প্রতিটি নেতাকমীরা। কারো গায়ে ছিল সাদা গেঞ্জি, যাতে লেখা ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।
বেশির ভাগ মিছিলগুলোতে দেখা যায়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজ এলাকার প্রার্থীদের ব্যাপক শোডাউন দিচ্ছেন। মিছিলে অংশ নেওয়া সবার গায়ে প্রার্থীর টি-শার্ট, প্রার্থীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড। প্রার্থীর নামে দিচ্ছেন স্লোগান।
পিরোজপুর -৩ মঠবাড়িয়া থেকে আগত সোহরাব মাতবর বলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জলিল শরীফের পক্ষ হয়ে প্রায় ৩ হাজার নেতাকর্মী নিয়ে এ সমাবেশে যোগ দিতে এসেছেন। জলিল শরীফ এলাকার মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিলেন এবং আছেন। তারা বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে তিনি জয়লাভ করবেন।
মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদের সমর্থনে প্রায় কয়েক হাজার নেতাকর্মীরা সমাবেশস্থলে মিছিল নিয়ে এগিয়ে যেতে দেখা যায়।
এ সময় আশফাক জহির বলেন, মাসুদ সাঈদী সাহেব পিরোজপুর ১ আসনের এর জামায়েতের মনোনীত প্রার্থী। এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসেন। কারণ তার বাবা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন গুণী মানুষ। তিনি ব্যবহার ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন। আগামী জাতীয় নির্বাচনে ব্যাপকভাবে জয় লাভ করবেন বলে আশা করছি।
এছাড়া ডেমরা থেকে সমাবেশে আসা ৬৫ বছরের বৃদ্ধ মনসুর আলী বলেন, অনেক কষ্ট করে আস্তে আস্তে হেঁটে সমাবেশে আসলাম। ভলোই লাগছে। আমরা চাই আগামী নির্বাচনে এমন একটা সরকার দেশ পরিচালনা করুক। যেখানে আইনের শাসন চলবে, খুনাখুনি, ধর্ষণ, লুটতরাজ থাকবে না। মানুষ নিরাপদে থাকবে।
জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। শনিবার ভোর থেকে নামতে থাকে তাদের ঢল।
সকালে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় দেখা গেছে জামায়াতের নেতাকর্মীদের সরব উপস্থিতি। উদ্যানজুড়ে ছিল পদচারণা আর স্লোগানে মুখর পরিবেশ।
ডিএইচবি/জেএইচ