ঢাকা: জাতীয় সংসদের সাবেক হুইপ রেজাউল বারী ডিনার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সংসদ জামে মসজিদের জ্যেষ্ঠ ইমাম আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিম জানাজার নামাজ পরিচালনা করেন।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪