ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
মানিকগঞ্জে মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র (স্বতন্ত্র) মুক্তিযোদ্বা গাজী কামরুল হুদা সেলিম এবং নারী ও সাধারণ কাউন্সিলররা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে তারা দায়িত্বভার গ্রহণ করেন।



এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানিকগঞ্জ পৌরসভা একটি দুর্নীতিগ্রস্ত পৌরসভা হিসেবে পরিচিতি পেয়েছে। আমি এই পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে চাই।

তিনি বলেন, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরাও দুর্নীতিমুক্ত থাকবেন। দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীরা মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।