ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
গাইবান্ধায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩০

গাইবান্ধা: গাইবান্ধায় বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার আসামি। এদের মধ্যে বিএনপির দুই ও জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছেন।

এএসপি আরো জানান, বিএনপির দুই কর্মীকে পলাশবাড়ী ও জামায়াত-শিবিরের দুই কর্মীকে সুন্দরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।