ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

৫০ স্থানে হলিডে মার্কেটের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, ফেব্রুয়ারি ৫, ২০১৬
৫০ স্থানে হলিডে মার্কেটের প্রস্তাব ড. হাছান মাহমুদ

ঢাকা: রাজধানী ঢাকার হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা চেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। এক্ষেত্রে রাজধানীর অন্তত ৫০টি স্থানে হলিডে মার্কেট স্থাপনের প্রস্তাব করেছেন তিনি।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন।

‘ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হকার উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই' শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।

হাছান মাহমুদ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিস) উত্তর ও দক্ষিণের মেয়রদের উদ্দেশ্যে বলেন, ২০০৭ সালে যখন আওয়ামী লীগ সভানেত্রী বন্দি ছিলেন, তখন রাজপথে আন্দোলনের অগ্রভাগে ছিলেন হকাররা। তাদের বেশির ভাগ অংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া, আওয়ামী লীগ দলটি গরিব ও মেহনতি মানুষের দল। বুর্জোয়া শ্রেণীর শোষণের হাত থেকে গরিব-মেহনতি মানুষকে রক্ষা করতেই ১৯৪৯ সালে দলটির জন্ম হয়।

‘মেয়রদের উদ্দেশ্যে বলতে চাই, রাস্তা যানজট মুক্ত করতে গিয়ে যেন হকারদের পেটে লাথি না লাগে সেটাও লক্ষ্য রাখতে হবে’-যোগ করেন তিনি।

আওয়ামী লীগের এ প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, পৃথীবির সব উন্নত দেশেই হকারদের খোলা রাস্তায় পুনর্বাসন করা হয়েছে। নিউইয়র্কে সপ্তাহে দু'দিন, ব্রাসেলসে, প্যারিসের রাস্তাতেও ছুটির দিনে হকারদের বসার ব্যবস্থা করা হয়েছে।

হাছান বলেন, ডিসিসির দুই অংশে একশ’ এর বেশি ওযার্ড। তাই অন্তত ৫০টি খোলা জায়গায় হলিডে মার্কেট স্থাপনের জন্য দুই মেয়রের কাছে অনুরোধ রইলো।

আয়োজক সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অালোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক হাজি মোজাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা হকারদের উচ্ছেদ নয় বরং পুনর্বাসনের দাবি জানান।

২০০৭ সালে রাজধানীর অন্তত ২০টি স্থানে হলিডে মার্কেট চালু করেছিলো তৎকালীন সেনা সমর্থিত তত্ত্ববাধায়ক সরকার। বর্তমানে মতিঝিল আইডিয়াল কলেজের সামনে ছাড়া অন্য কোথাও হলিডে মার্কেট চোখে পড়ে না।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
ইইউডি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ