ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুব টাইগারদের অভিনন্দন খালেদার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
যুব টাইগারদের অভিনন্দন খালেদার

ঢাকা: আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জিতে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেটের জুনিয়র টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।



অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশ ক্রিকেটের জুনিয়র টাইগাররা ভবিষ্যতেও এ ধরনের সফলতা অর্জনে সক্ষম হবে বলে আমি আশাবাদী। সারাদেশের ক্রিকেটপ্রেমীরা জুনিয়র টাইগারদের গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে, তাতে আমিও তাদের নিয়ে গর্ববোধ করছি।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ক্রিকেটে জুনিয়র টাইগারদের সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

পৃথক এক অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জুনিয়র টাইগারদের অভিনন্দন জানান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেপালকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।