ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। এটা বাস্তবে পরিণত হয়েছে।

ইতিমধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করবেন। মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। ইতিমধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে।

মন্ত্রী আরো বলেন, যে বাংলাদেশে রিজার্ভ ছিল না, স্বাধীনতার পরে প্রতিবেশি ভারত আমাদের একশ কোটি টাকা দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশে এখন ২৭ বিলিয়ন ডলার মজুদ রয়েছে। আমরা ৭২-৭৩ সালে ৩৪৮ মিলিয়ন ডলার রফতানি করেছি। সেই বাংলাদেশে এখন রফতানি হচ্ছে ৩৩.৫ বিলিয়ন ডলার। আগামীতে বিশ্বের ১০ উদীয়মান রাষ্ট্রের মধ্যে অন্যতম হতে যাচ্ছে বাংলাদেশ।

৫ জানুয়ারির পর বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, খালেদা জিয়া অবরোধ করেছিলেন-হয় নাই, হরতাল দিয়েছিলেন পালন হয় নাই, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন, মায়ের কোলে শিশুকে পুড়িয়ে মেরেছেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। তিনি পরাজিত হয়েছেন। আদালেত আত্মসর্মপণ করে ঘরে ফিরে গেছেন।

মন্ত্রী আরো বলেন, আমরাও আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান করে আইয়ুব খানের পতন ঘটিয়েছি। কোনো নাশকতা করিনি। মানুষ নাশতকা চায় না। মানুষ চায় উন্নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যমুনা নদী সিরাজগঞ্জকে ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে সিরাজগঞ্জকে রক্ষা করেছেন। চীনা অর্থায়নে নদী শাসনের মাধ্যমে জমি উদ্ধার করা হয়েছে। এবার সিরাজগঞ্জকে সাজানো হচ্ছে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম আবু ইউসুফ সূর্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহম্মেদ, সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

এর আগে বাণিজ্যমন্ত্রী শহরের উপকণ্ঠে বনবাড়ীয়া এলাকায় সিলভার ড্রেল নামে একটি পার্ক উদ্বোধন করেন। সন্ধ্যার পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভবন পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।