ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি জঙ্গি উৎপাদনের কারখানা: তথ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বিএনপি জঙ্গি উৎপাদনের কারখানা: তথ্যমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে চাইলে যুদ্ধাপরাধীর লালনকারী খালেদা জিয়াকে বাংলার রাজনীতি থেকে চিরতরে উৎখাত করতে হবে। কেননা বাংলাদেশে বিএনপি’ই হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা জাসদ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জেলা জাসদের সভাপতি আবুল খায়ের সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, সংসদ সদস্য শিরীন আখতার, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীসহ জাসদের জেলা ও উপজেলা নেতারা।

মন্ত্রী আরো বলেন, শুধু জামায়াতের রাজনীতি বন্ধ করলেই হবেনা, বিএনপির রাজনীতিকেও চিরতরের জন্য উৎখাত করতে হবে। কেননা বিএনপিই হচ্ছে বাংলাদেশের জঙ্গি উৎপাদনকারী কারখানা।

এসময় তিনি খালেদা জিয়াকে কটাক্ষ করে বলেন, বিএনপির এই নেত্রী নিজে নিজেই তার দলকে কলুষিত করেছেন। আর এ কারণে তিনি এখন রাজনীতির ডাস্টবিনে নিক্ষেপ হয়েছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ও তার সরকার এদেশের স্বাধীনতা এবং জানমাল রক্ষার জন্য নিজ শক্তিতে যখন উন্নয়নের চেষ্টা করছেন, ঠিক তখনই জঙ্গি নেত্রী ও পাকিস্তানের দালাল খালেদা জিয়া রাজাকারদের সঙ্গে নিয়ে এ দেশের বিরুদ্ধ যুদ্ধে নেমেছেন। কিন্তু মহাজোটসহ এ দেশের ১৬ কোটি মানুষ তার সেই ইচ্ছা পূরণ করতে দিবেনা।

অচিরেই মানুষ পোড়ানোর অপরাধে খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে মন্ত্রী হাসানুল হক ইনু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নেন।

এছাড়াও সন্ধ্যায় স্থানীয় টাউন হলে জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী সম্পাদিত ‘জয়পুরহাট খবর’ নামে একটি দৈনিক সংবাদপত্রের মোড়ক উম্মোচন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।