ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুলাউড়ায় যুবলীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
কুলাউড়ায় যুবলীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১০

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার কাদিপুর পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, জেলা যুবলীগ সদস্য আবু মোহাম্মদ, যুবলীগ নেতা আতিকুর রহমানের নাম জানা গেছে। আহতদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র ফজলুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফি আহমদ সলমানসহ তার সমর্থকরা বাধা দেন। এনিয়ে দু’গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের দশ নেতাকর্মী আহত হন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দোহা বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।