ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

‘অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির নেতা নির্বাচন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
‘অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির নেতা নির্বাচন’ ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের নেতা নির্বাচনকে অগণতান্ত্রিক প্রক্রিয়া বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (০৪ মার্চ) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মীর কাশেম আলীসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা দেওয়া হয়েছিলো। কিন্তু তারা সেখানে কাউন্সিল করতে রাজি হয়নি, কারণ সেখানে তারা বিপুল লোকের সমাগম ঘটাতে পারবে না।

এছাড়া সারাদেশ থেকে যেসব প্রতিনিধিরা আসবেন তাদের তোপের মুখে পড়তে পারেন খালেদা জিয়া। তাই তারা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটকে কাউন্সিলরের জন্য বেছে নিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী তারা আদালতের কাছ থেকে কোনো ভাবেই অনুকম্পা পাবে সে আশা নেই। যারা জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে কাজ করছে তারা যুদ্ধাপরাধীদের সহযোগী। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের এবং খালেদা জিয়াকেও আইনের আওতায় আনা প্রয়োজন।
এ সময় বিএনপির হাত থেকে দেশ ও রাজনীতিকে মুক্ত করার আহ্বানও জানান তিনি।
 
সারাদেশে শিশু নির্যাতনের ব্যাপারে হাছান মাহমুদ বলেন,যারা দেশের সুশীল তারা আজ কোথায়? তারা কেন আজ মুখে কুলুপ এটে দিয়েছেন। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কেন তারা কথা বলছে না।

সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের কারণে সারাদেশে শিশু নির্যাতন বেড়েছে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সভাপতি ব্যরিষ্টার জাকির আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য বলরাম পোদ্দার,আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬/আপডেট ১৩১৪ ঘণ্টা
এমআইকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ