ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে হাতবোমাসহ ৯ শিবিরকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
মেহেরপুরে হাতবোমাসহ ৯ শিবিরকর্মী আটক

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে অভিযান চালিয়ে চারটি হাতবোমাসহ শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গোভীপুর গ্রামের মকসেদ আলীর বাড়িতে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।

 
 
আটক শিবিরকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো বলে পুলিশ জানিয়েছে।
 
সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে তাদের নাম-পরিচয় জানানো হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।  
 
ওসি জানান, গোপন বৈঠকের খবর পেয়ে দুপুরে গোভিপুর গ্রামের মোকসেদ আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় শিবিরের নয় কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়। আটকদের মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
 
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বাংলানিউজকে জানান, আটক শিবির কর্মীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো- এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। থানা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬         
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ