ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আব্দুল আলীম

ফেনী: ফেনীর ফুলগাজীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধা ও প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন ঝন্টুসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার (০৪ মার্চ) বিকেলে এ মামলা দায়ের করা হয়।



ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নির্বাচন কমিশনের চিঠির নির্দেশনার আলোকে এ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, ০৩ মার্চ (বৃহস্পতিবার) ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদারকে বহিষ্কার করার সুপারিশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্মসচিব জেসমিন টুলি স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের জন্য কার্যকর পদক্ষেপ  নেওয়ার সুপারিশ করা হয়।

একই কারণে ফুলগাজী উপজেলার দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সির হাট ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একদিন সময় বাড়ানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে বাঁধা দেওয়ায় কমিশন এ ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ