ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মীর কাসেমের দ্রুত ফাঁসি দাবি

ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির রায় দ্র্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।

সোমবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



‘প্রান্তিক একুশ’র ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।


বিক্ষোভ সমাবেশে প্রান্তিক একুশ’র সভাপতি ও সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, স্বাধীনত চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব এম এ আজিজ, আ.লীগের উপ-কমিটির সহ সম্পাদক রাশেদ রহমান ও ঢাকা বিশ্ববিদ্যায়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ থেকে মীর কাসেম আলীর ফাঁসি দ্রুত কার্যকতর, সব যুদ্ধাপরাধীর ফাঁসি, মৃত যুদ্ধাপরাধীদের মরনোত্তর ফাঁসি, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাদের নাগরিকত্ব বাতিলের দাবি জানানো হয়।

ডা. হাবিবে মিল্লাত বলেন, গোটা দেশকে পিছিয়ে রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে যড়যন্ত্র চলছে। খালেদা-তারেক এ ষড়যন্ত্রে লিপ্ত।

এ সময় প্রান্তিক একুশ’র মাধ্যমে সারাদেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির ঘোষণা দেন তিনি।

এর আগে সকাল ১০টার দিকে মানবন্ধনের পর বেলা ১১টা থেকে দুপুর ১২টা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এমইউএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।