ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

সাক্ষাৎকারই প্রমাণ, জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য তারেক রহমান: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, অক্টোবর ৭, ২০২৫
সাক্ষাৎকারই প্রমাণ, জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য তারেক রহমান: মির্জা ফখরুল সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: জিএম মুজিবুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন—গণমাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারই তা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে—জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে এখন তার নেতৃত্ব অপরিহার্য। ”

তিনি আরও বলেন, “আমাদের সামনে একটি মহান পরীক্ষা আসছে। আগামী দিনগুলোতে আমরা গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যেতে পারব কি না, তা নির্ভর করবে সুষ্ঠু নেতৃত্বের ওপর। ”

তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “শিক্ষকরা গ্রাম-গঞ্জে পৌঁছে যাবেন। সেখানে তারেক রহমান ও বিএনপির কার্যক্রম সম্পর্কে সবাইকে জানাবেন। ”

আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ”

তিনি আরও বলেন, “শিক্ষকদের দাবি-দাওয়া ইতোমধ্যে ৩১ দফায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা চাই, শিক্ষকরা এমন প্রজন্ম গড়ে তুলুন যারা হবে আদর্শবান, নীতিবান ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় দক্ষ। "

এসবিডব্লিউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ