বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বার্থই তার কাছে আগে। প্রতিবেশী দেশ ভারতসহ যেকোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি দেশের মানুষের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখানে দেশ বা অন্য দেশ বিষয় না, বিষয় হচ্ছে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, দেশের স্বার্থ দেখব। সেই স্বার্থ অক্ষুণ্ন রেখে যা কিছু করা সম্ভব, আমি তাই করব। ’
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের ন্যায্য অধিকার তিনি দাবি করবেন। ‘অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে, আরেক ফেলানী ঝুলে আছে। আমার দেশের মানুষকে আঘাত করা হলে সেটা আমি মেনে নেব না,’ বলেন তিনি।
আলোচনায় ভারতের সঙ্গে বর্তমান শীতল সম্পর্কের প্রসঙ্গ তুললে তারেক রহমান বলেন, ‘তারা যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে। ’
এসবিডব্লিউ/আরবি