ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির অবস্থান রাজনৈতিক, ব্যক্তিক নয়: তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, অক্টোবর ৭, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির অবস্থান রাজনৈতিক, ব্যক্তিক নয়: তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিবিসি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির অবস্থান রাজনৈতিক, ব্যক্তিগত নয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা চাই এই অন্তর্বর্তী সরকার সফল হোক। সংস্কারসহ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের মূল দায়িত্ব। আমরা প্রত্যাশা করি উনারা উনাদের দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন। রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের চাওয়া। কাজটি তারা কতটা সুন্দরভাবে করতে পারেন, সেটির ওপরই নির্ভর করবে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা। ’

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তার আগের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন আমি বলেছিলাম জনমনে সন্দেহ আছে, তখন পর্যন্ত নির্বাচনের কোনো স্পষ্ট রোডম্যাপ ছিল না। সেই সময় শুধু আমার নয়, অনেকের মনেই প্রশ্ন ছিল। পরে ড. ইউনূস যখন একটি রোডম্যাপ ঘোষণা করলেন এবং তা বাস্তবায়নে দৃঢ় অবস্থান নিলেন, তখনই অনেকের সন্দেহ দূর হতে শুরু করে। ’

তারেক রহমান বলেন, ‘আমি মনে করি, উনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন, উনাদের কাজে ও কথায় সামঞ্জস্য রাখবেন, ততই মানুষের সন্দেহ দূর হবে। ’

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছিল—এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনের প্রসঙ্গ তো ছিলই। এর বাইরে তিনি একজন স্বনামধন্য ও বিজ্ঞ মানুষ। সৌজন্যমূলক নানা বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি জানতে চেয়েছিলেন, জনগণ যদি বিএনপিকে সুযোগ দেয়, তাহলে আমরা দেশের জন্য কী পদক্ষেপ নেবো। এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ’

অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড নিয়ে মূল্যায়ন জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার মানেই ক্ষণস্থায়ী। একটি দেশ পরিচালনা বিশাল দায়িত্বের বিষয়। বাংলাদেশ ভূখণ্ড ছোট হলেও জনসংখ্যায় বিশ্বের অনেক বড় দেশের চেয়ে বড়। এমন একটি দেশ পরিচালনায় জনগণের ম্যান্ডেটসহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন। ’

তিনি বলেন, ‘সব ক্ষেত্রে সফল হওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই তাদের কিছু সীমাবদ্ধতা আছে। তবে সেই সীমাবদ্ধতার মধ্যেও তারা চেষ্টা করেছেন, যতটুকু সম্ভব কাজ করছেন। ’

এসবিডব্লিউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ