ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশে লুটপাটতন্ত্র চলছে, গণতন্ত্র নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
‘দেশে লুটপাটতন্ত্র চলছে, গণতন্ত্র নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে লুটপাটতন্ত্র চলছে, গণতন্ত্র নয়। বর্তমান সরকারকে ‘তস্করবান্ধব’ বলে আখ্যায়িত করেন তিনি।



হত্যা ও লুটপাটে সরকারের লোকজন জড়িত থাকায় বিচার হচ্ছে না বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।  

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা আতিকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

নির্বাচন কমিশন ও সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে এখন আর ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ নেই। নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের মাধ্যমে সরকারের বিরুদ্ধে মাঠে ‍নামার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের টাকা ‘লুটের’ সঙ্গে জড়িতদের জনসম্মুখে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশে এতো আইটি বিশেষজ্ঞ রয়েছেন, তারা কী করেন?

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকতাদের নামের তালিকা দেখলে ঘটনার নেপথ্যে জড়িতদের খুঁজে পাওয়া যাবে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।

গর্ভনর ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দুদু বলেন, দেশে ডিজিটাল কায়দায় ব্যাংক লুট হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এমইউএম/জেডএস/এএসআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।