ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ ব্যাংক গর্ভনরের পদত্যাগ দাবি লেনিনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বাংলাদেশ ব্যাংক গর্ভনরের পদত্যাগ দাবি লেনিনের নূহ-উল আলম লেনিন ও আতিউর রহমান

ঢাকা: বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভের টাকা চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন।
 
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরির নৈতিক দায় ব্যাংকটির গর্ভনর এড়াতে পারেন না।

আত্মসম্মানবোধ থাকলে তিনি পদত্যাগ করবেন।
 
সোমবার (১৪ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণসভায় এ কথা বলেন তিনি।
 
বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত স্মরণসভায় লেনিন বলেন, বাংলাদেশে এখন শান্তি বিরাজ করলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই। যারা মাইনাস টু করতে চেয়েছিলেন, তারা সুযোগ পেলে আবার করবেন।
 
তিনি বলেন, কিছু জাতীয় ও আর্ন্তজাতিক চক্র ষড়যন্ত্র করছে। যাতে কয়েকটি শক্তি ইন্ধন দিচ্ছে।
 
আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জাতির পিতাকে রক্ষা করতে পারিনি। বোন শেখ হাসিনাকে রক্ষা করতে হবে এবং আওয়ামী লীগ কর্মীরা তা করবেন।
 
স্মরণসভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ড. সেলিম।
 
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।