ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতাকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
স্বেচ্ছাসেবক দল নেতাকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

সোমবার (১৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন,‘গত ৬ মার্চ সকাল ১০টায় ১০/১২ জনের একদল সাদা পোশাকধারী ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খিলক্ষেতের বাসা থেকে বনানী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুকে মাইক্রোবাসে করে ধরে নিয়ে গেছে।

এখনও পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি জিডি করা হয়েছে, যার নম্বর-৩০৬। মেহেদী হাসান মিশুকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের সদস্যরা গভীর উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে এধরনের ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মেহেদী হাসান মিশুকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি। ’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।