ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‌ইউপি নির্বাচন

কুমিল্লা সদরে আ.লীগ নেতাকর্মীদের গণপদত্যাগের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
কুমিল্লা সদরে আ.লীগ নেতাকর্মীদের গণপদত্যাগের হুমকি

কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার ৬টি ইউনিয়নে  আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতামত ছাড়াই চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গণপদত্যাগের হুমকি দিয়েছেন ওই ৬টি ‌ইউনিয়নের নেতাকর্মীরা।



সোমবার (১৪ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে কুমিল্লা আর্দশ সদরের ৬টি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন এ হুমকি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউপি নির্বাচনে কুমিল্লা সদরের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চলছে। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়া হয়নি। এসব ইউপিতে সব করা হচ্ছে স্থানীয় সংসদ সদস্য আক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে।

আরো বলা হয়, এ অসাংগাঠনিক কার্যক্রমে ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ। তারা এ ঘটনায়  প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন। না হলে গণপদত্যাগ করবে সব নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন‍, কুমিল্লা সদরের ৪নং আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল বাসার, সাধারণ সম্পাদক হাজী মো. মোমিনুল ইসলাম শিবলী ভূঁইয়া, কালীবাজার ইউনিয়নের সভাপতি জহুর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল হক, দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পাচঁথুবী ইউনিয়নের সভাপতি হাজী মো. সেলিম ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, জগন্নাথপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মোহন ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ও উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. এয়াকুব আলী ও  সাংগঠনিক সম্পাদক মফিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।