ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিল, রিজভীর নামে চাঁদা দাবি!

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিএনপির কাউন্সিল, রিজভীর নামে চাঁদা দাবি! অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী

ঢাকা: বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এক শ্রেণীর প্রতারক চক্র বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের নামে চাঁদা দাবি করছে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি।

সোমবার (মার্চ ১৪) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন রিজভী আহমেদ।



তিনি বলেন, ‘০১৭১১১৯০০০৪, ০১৭৬৪৭৪৬৬৬১ এই নম্বরগুলো সহ আরো কিছু নম্বর ও ফেসবুকের মাধ্যমে আমার নামে দেশে-বিদেশে বিভিন্ন মানুষের নিকট থেকে বিএনপি’র কাউন্সিলের নামে চাঁদা তোলা হচ্ছে বলে আমি জানতে পেরেছি। এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি। ’

এছাড়া বিএনপির কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের অংশ বিশেষ বরাদ্দ দিতে তিনি পুনরায় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রিজভী আহমেদ বলেন, ‘সবচেয়ে দেরী করে সবচেয়ে ছোট জায়গা বরাদ্দ দেয়া হয়েছে আমাদের কাউন্সিলের জন্য। বিএনপি’র মতো দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এত ছোট পরিসরে কাউন্সিল অনুষ্ঠিত করা খুবই দুরূহ ব্যাপার। কাউন্সিলর ও ডেলিগেটদের স্বাচ্ছন্দে বসার জন্য বরাদ্দকৃত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ ঢাকা-রমনার চৌহদ্দি’র পার্শ্ববতী সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবারও অনুরোধ করছি। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।