ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের কাউন্সিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আ.লীগের কাউন্সিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

ঢাকা: আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রোববার (২০ মার্চ) দলের কার্যনির্বাহী সংসদের সভায়।

আগামী ২৮ মার্চ কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কাউন্সিল পেছানোর সম্ভাবনা রয়েছে।

এর আগে এক দফা সম্মেলনের সময় পেছানো হয়েছে। গত ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছিল। ডিসেম্বরে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের কারণে তখন কাউন্সিল করা সম্ভব হয়নি।

পরে গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী সংসদের সভায় ২৮ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মার্চের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

এবারই প্রথম বারের মতো ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণায় অনেকটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ফলে, দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন।

এ পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা সম্মেলন পিছিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। রোববার কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী রোববার কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।