ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সালের আগেই ১৮-১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তর হবে।



মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের দু’জন প্রভাবশালী রাষ্ট্রপতি ছিলেন। তাদের আমলে উত্তরবঙ্গে বছরে দু’বার মঙ্গা হতো। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গে কোনোদিন মঙ্গা হয়নি। এদেশের মানুষ মঙ্গা ভুলে গেছে। বাংলাভাই সৃষ্টি করে এ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছিলো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই জঙ্গিবাদ বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে।

জেলা যুবলীগের সভাপতি আবু সালেহর সভাপতিত্বে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সংসদ সদস্য আখতার জাহান, আব্দুল ওয়াদুদ দারা ও আয়েন উদ্দিন।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। ১৩ বছর পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।