ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

আশাশুনিতে বিএনপি প্রার্থীর বাড়ি ভাঙচুর-বোমাবাজি, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আশাশুনিতে বিএনপি প্রার্থীর বাড়ি ভাঙচুর-বোমাবাজি, আহত ৫

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুস ও তার চাচার বাড়িসহ ছয়টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর আলম লিটন ও তার সমর্থকরা। এ সময় গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামের শফিকুল ইসলাম, মোকসেদ শিকারী ও রাজাপুর গ্রামের মনিরুল ইসলাম ও শুভর নাম জানা গেছে।

বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের ভাই আমিনুর রহমান বাংলানিউজকে জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী লিটন ও বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুসের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে বিকেলে আওয়ামী লীগ প্রার্থী লিটনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এর পরপরই কর্মী-সমর্থকদের নিয়ে রুহুল কুদ্দুস ও তার চাচার বাড়িসহ ছয়টি ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন লিটন। এ সময় সেখানে গুলিবর্ষণ ও বোমাবাজি করা হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর আলম লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।