ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বরগুনার এমপি রিমনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বরগুনার এমপি রিমনের বিরুদ্ধে মামলা

বরগুনা: ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনার-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) বিকেলে বরগুনার বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য রিমনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।



সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুছ সাধারণ ডায়েরিটির তদন্তের আদেশ চেয়ে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।

পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক বিল্লাল হোসেন তদন্তকারী কর্তকর্তার আবেদন গ্রহণ করে সাধারণ ডায়েরিটিকে ননজিআর মামলা হিসেবে তালিকাভুক্ত করে তদন্তের আদেশ দেন।

০৫ মার্চ বরগুনার বেতাগীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বেতাগী ইউনিয়নের কিসমত ভোলানাথপুর ও কেওড়াবুনিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধনের সময় এমপি রিমন দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর আসে।

এরপর স্থানীয় নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন পাঠালে বৃহস্পতিবার (১০ মার্চ) তার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৩ মার্চ) ইসির উপ-সচিব সামসুল আলম বরগুনার পুলিশ সুপারকে (এসপি) মামলা দায়ের করার জন্য একটি চিঠি পাঠান। চিঠিতে নির্বাচনী আচরণবিধির ৩১ ধারা অনুযায়ী মামলা দায়েরের জন্য বলা হয়।

নির্বাচনী আচরণবিধি ৩১-এ বলা হয়েছে-কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে বিধিমালা লঙ্ঘন করলে ছয় (০৬) মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দন্ডিত হবেন।

মামলা দায়ের করে তা নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বরগুনার এসপিকে নির্দেশও দেওয়া হয়েছে ওই চিঠিতে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে জানান, ১৪ মার্চ রাতে নির্বাচন কমিশনের চিঠি পেয়ে বেতাগী থানার ওসি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সে অনুযায়ী ওই রাতেই বেতাগী থানার ওসি এমপি শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং ৪৫২)।

তিনি আরো বলেন, একই থানার ওসি তদন্তকে সাধারণ ডায়েরির তদন্তভার দেওয়া হয়েছে। বর্তমানে এ সাধারণ ডায়েরিটি একটি ননজিআর মামলায় পরিণত হয়েছে।

এমপি রিমন সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। সে সময় তাকে শোকজ করলে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।