ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুর সদরের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
দিনাজপুর সদরের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী বছরের মধ্যে দিনাজপুর সদর উপজেলায়ও বিদ্যুৎবিহীন কোনো ঘর থাকবে না।



তিনি আরো বলেন, বর্তমানে দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুতের অপচয় ঠেকাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে দিনাজপুর সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তিনশ’ বাড়ির বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলার দুই নম্বর সুন্দরপুর ইউনিয়নের তেলিপাড়া, দুলাকুড়াপাড়া, কেছার ডাক্তারপাড়া, মিয়াজিপাড়া, সদরপুর হঠাৎপাড়া, কালিকাপুর ও মলিন মাস্টারপাড়ার তিনশ’ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

এসময় অনেকের মধ্যে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-এক এর ব্যবস্থাপক মোহাম্মদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।