ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে যুবলীগ নেতার ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সিলেটে যুবলীগ নেতার ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট: সিলেটে যুবলীগ নেতার ছুরিকাঘাতে বিপ্লব রায় বিপুল (৩৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় বিপুলের সঙ্গী অনন্ত আহত হয়েছেন।



মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নগরীর রায়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল নগরীর মেজরটিলার বাসিন্দা ও সিলেটের বিশ্বনাথ উপজেলার লহরীদর্প গ্রামের মৃত বিজয় রায়ের ছেলে।

আহত অনন্ত বাংলানিউজকে বলেন, ঘটনার সময় যুবলীগ নেতা জমসেদ সিরাজ বিপুলকে ডেকে আনেন। এরপর জমসেদ, রুবেল দাশ, কবির আহমেদসহ ১০/১৫ জন বিপুলকে অন্ধকারে নিয়ে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করতে গেলে তারা আমার ওপরও আক্রমণ চালায়।

তিনি বলেন, বিপুল মাস খানেক আগে বিয়ে করেন। পূর্ব বিরোধ থেকে তাকে ডেকে ছরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে আনা হলে রাত দেড় টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যান।

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ বাংলানিউজকে খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, জমসেদ সিরাজসহ কয়েকজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছেন।

বিপুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।