ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭০ এর ভোটের রায় বাস্তবায়নের জন্য একাত্তরের মার্চে শুরু সংগ্রামে মুক্তিযুদ্ধের সূচনা ঘটে।

এই মার্চেই দেশে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বচান প্রতীকে হচ্ছে। তাই ঐতিহাসিকভাবে ইউনিয়ন পরিষদের ভোট গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, এই ভোট যে কোনো মূল্যে অবাধ ও নিরপেক্ষ করা আজ আমাদের জাতীয় কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে যে আওয়াজ তুলেছেন তারই পুনরাবৃত্তি করে বলতে হবে, যার ভোট সে দেবে, লুটেরাদের রুখে দেবে।

তিনি কার্গো বিমান চালু হওয়ার বিষয়ে বলেন, ‘যুক্তরাজ্য কার্গো বিমান চালুর জন্য যে সব শর্ত দিয়েছিল সে অনুসারেই কাজ হচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই এ সমস্যার অগ্রগতি ঘটবে।

অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সভায় শেখ টিপু সুলতান এমপি, দীপঙ্কর সাহা দিপু, বজলুর রহমান, বিশ^জিৎ বাড়ৈ, শান্তি দাস প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।